সৈ য় দ শা হ নু র আ হ মে দ

  ১৩ মে, ২০২২

প্রণয়ী প্রাণ

বলেছিলে তুমি প্রতি সন্ধ্যায় রজনীগন্ধা দেবে

নবান্নের বুলবুল হয়ে ভোরে জাগিয়ে দেবে

রাতের বিছানায় বাধাহীন ভীমরতি সাথী হবে

বলেছিলে দুপুর ধোপে বৃক্ষ হয়ে ছায়া দেবে।

প্রণয়ী প্রাণে ভাবলেশহীন নয়নে চেয়ে থাকবে

শারদ প্রাতে হৈমন্তী ঝিম নিশীথে প্রহরী হবে।

বলেছিলে ম্লান মাধুরী ইন্দুলেখায় দেখা দেবে

তোশক তলের চাদরের মোহনীয় আদর হবে।

বিশ্ব রমা সৃষ্টির মাঝে তুমি হবে একান্ত পথিক

ভেবেছিলাম এভাবে তুমি হবে অনন্য ঐকান্তিক

স্বর্গ প্রবেশ পথে হাঁটব সেখানের সারথি হয়ে

বিশ্বাস করেছিলাম তোমার কথনবাক্য নির্ভয়ে।

তোমার সকল প্রতিশ্রুতি স্মৃতির পাতায় বন্দি

জানি না এসব ছিল ছলনা নাকি দুর্দান্ত সন্ধি?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close