হা ল দা র স ঞ্জ য়

  ১৩ মে, ২০২২

চক্র

ঝরে পড়ছে ফাগুন মাদকে

ঝরাপাতার দল

খসে পড়ছে জরায়ুবৃন্ত থেকে

ভ্রূণের ফসল।

খসে পড়া মানেই হারিয়ে যাওয়া নয়

ঝরে পড়া মানেই ব্যর্থ হওয়া নয়

খসে পড়া পত্রপল্লবও বুক টান করে

বেঁচেছিল সূর্যের সম্মুখপানে

ঝরে পড়া ভ্রূণও টিকে ছিল

অগণিত শুক্রাণুকে পেছনে ফেলে।

খসে পড়েও বেঁচে থাকে ঝরাপাতা

বিলীন হয়েও উর্বর হয় বীজতলা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close