এ না ম আ ন ন্দ

  ১৩ মে, ২০২২

অনাড়ম্বর জীবন

যে বর্ণের সাথে বর্ণের জোড়া লাগিয়ে সুখ পায়

তার দ্বারা কি সংসার হয়!

যে শব্দের মাঝে বাঙালির শিকড় খুঁজে বেড়ায়

তাকে আঘাত করে লাভ নেই,

কারণ, শব্দ ও বাক্যের আঘাতের চেয়ে বেশি

আঘাত করার মতো আঘাত

জগতে এখনো খুঁজে পাওয়া যায়নি।

যে নতুন নতুন বাক্য তৈরি করে

সময় ও আগামী প্রজন্মকে উপহার দেয়

তার স্থান কোথায় হওয়া উচিত?

যার দৃষ্টি থাকে ইল্লিনে

তাকে তো লাল শাড়ি, লাল টিপ, অধরের তিল

কিংবা কামিনীর মন্ত্রে বশ মানানো যায় না।

যে আত্মার সাথে খেলা করে আনন্দ পায়

তাকে কি আর শাড়ির আঁচলে বেঁধে রাখা যায়!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close