শা ম স আ রে ফি ন

  ১৩ মে, ২০২২

জীবনের আয়োজন

আমাদের এ বিরহ-যুদ্ধে কেউ জেতেনি

শুধু শূন্যতা ধারণ করে জয়ের প্রচেষ্টা।

অবহেলার আঁচলে বাবাহীন বেড়ে ওঠা-

সন্তানের মতো আমাদের স্বপ্ন হাসেনি।

ডাহুকি কোথায় তুমি হারিয়েছো বলে-

ডাহুকের বেদনা কি মাখোনি গায়ে?

লুটিয়ে পড়েনি প্রেম তোমার ছায়ে?

তোমার সাথে আজও নিষ্ঠুরতা চলে?

কাশফুলে বসে কি বাতাস বাজায় বাঁশি?

পরাজিত কখনো কি হাসে শেষ হাসি?

আমি পরাজিত প্রেম ভাঙা ইতিহাঁস!

অথবা আঘাতে ভাঙা মন পাতিহাস।

আমাকে যে বুকে নেবে সুজলা সুফলা-

শস্য-শ্যামলা ফসলে বুক ভরে যাবে।

প্রেমও রাখার মতো পাত্র নাই বলে-

মনে কালবৈশাখী ঝড়ো হাওয়া চলে।

ভালোবাসা কাকে বলে ছাড় দিয়ে শেখো

মমতা ও আদরের ভাগাভাগি লেখো

সংসারে চিরকাল টিকে যাওয়া শেখো।

পরকীয়াতে কি মাতাল হওয়া প্রয়োজন?

হোক এবার গোছানো জীবনের আয়োজন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close