reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি, ২০২২

এনাম আনন্দ

নীল আহাজারি

সপ্তর্ষি, তুমি কি আগের মতোই

এলাচ ও লবঙ্গ ফুলের ঘ্রাণ নাও?

সময়ের প্রবাহে তোমার মতো বদলে গেছে

বুড়িগঙ্গা, গোমতি, সুরমা, তিতাস

বদলে গেছে তাদের যৌবনের গতি পথ।

তোমার মতোই আচমকা আঘাত হানে

পদ্মা, মেঘনা, যমুনা

তোমার মতো করেই হতাশার জলে ভাসায়

বিন্নি, আটাশ, আউশ, আমনের উঠান রাঙা স্বপ্ন

সোনা ফলা কৃষাণ ছাড়ে আমার মতো দীর্ঘশ্বাস।

তুমি ছিলে আমার দারুচিনি দ্বীপের গতির প্রতীক

অথচ পরশপাথরের অধীশ্বর হওয়ার নেশায়

তুমি আজ আরব্য রজনীর দৈত্যের হাতে বন্দি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close