reporterঅনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি, ২০২২

সানাউল্লাহ সাগর

রবীন্দ্রনাথের চোখ

এই মাত্র বৃষ্টি হয়ে গেল

রবিবাবু এসেছিলেন ঝালের জানালায়।

বোশেখ এলে হাসি হাসি ঘাসগুলো নূপুর বাজিয়ে

আকস্মিক উচ্ছ্বাসে আলোকিত করে সব।

আজ গোধূলি হাসতে হাসতে মেঘ ভাসিয়ে দিল-

এখন খালি জানালা

পথের ওপারে হৈম’র মুখ;

মৃণালিনী আকাশের বৃত্তান্তে পাখিদের ঘোরে বিভোর।

লাবণ্য আরো একবার- মৃত্যুর মোহাবৃত্ত থেকে বেঁচে ওঠে...

আমাকে কোথায় নিয়ে যাও!

কোথায়?

আমি অমিত- অমিট র‌্যায়

বৃষ্টিকে ঘুম ভাবি, স্নানকে কবিতা

আর এই খালি জানালাকে রবীন্দ্রনাথের চোখ...

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close