reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০২২

মো. কামাল উদ্দিন

একুশ বাইশ

সুখের পেয়ালাটায় চুমুক দেওয়া হয় না,

এক মাস দুমাস করে বারোটি মাস গড়ায়।

নাগালের মাঝে পেলেও সুখের দড়িটা বাতাসে নড়ে,

ঘাম ঝরা দুঃখের সিঁড়িটা আর বাইতে ইচ্ছে করে না।

তবুও সূর্যটা উদিত হয় দিনের আলো ফোটে বটে,

প্রশান্ত প্রত্যুষ হয় না মাথা ধরার মতো করে সব ঝামেলা

পাকিয়ে থাকে।

অস্তগামী সূর্যের পানে চেয়ে চেয়ে রাত্রি এগিয়ে আসে,

ঘুমের ঘোরে সুবহে সাদিকের আকাশের মনোরম

শোভায় বিচরণ।

শীতের কম্বলের মতো প্রত্যাশাগুলো চারপাশে জড়িয়ে রয়,

ডিমের তা দেওয়ার যতেœর খেয়ালের শেষে খোসা ভাঙার

আনন্দের নতুন পৃথিবী।

ভোরের আকাশের মতো আলো ছড়িয়ে পড়বে ভুবনে,

সুখের কলিগুলো ফুল হয়ে সুবাস ছড়ায়ে ঋদ্ধ হবে বাইশ।

উনিশ বিশ এমনি করে একুশ বাইশে পূর্ণতা এনে দেবে জীবনের,

প্রভুবর দৈন্যতা নিয়ে দ্বীনের তরে ঐশ্বর্য তোমার দেখাও বাইশে।

বাইশ যে কারো পঁচিশ ছাব্বিশ কারো বা সত্তর আশি,

গণনায় ফুরিয়ে এবার দিয়ো গো সবটুকু পুরিয়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close