reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০২২

এনাম আনন্দ

জীবনের মোড়

জীবন নামের নাট্যশালায়-

কখনোবা হয়েছি নায়ক, কখনোবা ভিলেন

কখনো হেরেছি, কখনোবা জিতেছি।

কেরোসিনের কুপির আগুনকে নাগমণি ভেবে

উলুপোকার মতো ডানা মেলে

রঙিন স্বপ্ন কোমরে বেঁধে ঘুরেছি তার চারপাশ।

দক্ষিণা সমীরণের যৌবনের ধাক্কায়

কুপির আগুন জ¦লসে দিয়েছে আমার ডানা।

ডানাহারা উটপাখি হয়ে হেঁটেছি বহু পথ

ক্লান্তি আর তেষ্টায় যখন জীবন-মরণের সন্ধিক্ষণে

জীবন রক্ষার কবচ হয়ে ধরা দেয় জলদেবী।

যার অমৃত সুধা পানে ফিরে পেয়েছি নতুন জীবন

জীবনের রঙিন ডানা, ফেলা আসা সোনালি সময়।

দখিনা সমীরণ ক্ষণস্থায়ী, তারা কখনো চিরস্থায়ী হয় না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close