
০৩ ডিসেম্বর, ২০২১
এনাম রাজু
প্রণয় পুরাণ

জীবনের আরো মুদ্রণ ছিল বাকি
মস্তিষ্কে জমানো কত আঁকাআঁকি
সময়ের নখে রাখা প্রণয় পুরাণ
বলার আছে শোনানোর আছে গান
নিয়ত নদী ভাঙে তীর, গড়ে চরাচর
প্রয়োজনে মিলনে গীত ভাঙেও ঘর
অথচ এসব কিছু ভুলে খুব বহুদূর
ডোবাকে ভাবী কলসভরাতে সমুদ্দুর।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন