শারমিন সুলতানা রীনা

  ১৫ অক্টোবর, ২০২১

বোধ

হারতে চাওনি তাই নিজেই হেরেছি

চোখের তারায় এক ঘাতক প্রহরী

প্রহরে প্রহরে বাঁধো নিঠুর নিয়মে

পালাতে চাইনি স্বেচ্ছা বন্দিত্ব বরণ

শুকিয়ে যাওয়া ফুল করুণ বিলাপ

স্মৃতির সিন্ধুক খুলে নিভৃত যাপন

রোদের প্রতাপ শেষে বিনাশী তিমির

আমার থাকে না ক্লান্তি নির্ঘুম আঁধারে

অসীম শূন্যতা নিয়ে পৃথিবী পাল্টায়

নিঃসঙ্গ সন্ধ্যার বুকে যাপিত জীবন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close