কবীর কাজল

  ১৫ অক্টোবর, ২০২১

বিরহ কাণ্ড

দাদিজান ঘুমানোর আগে শুনাইত

হাও মাও খাও

দেওদানোর হাতে বন্দি রাজকইন্যা পালঙ্কে ঘুমায়

এই ফাঁকে উদ্ধারে রাজকুমার। একই ফরমেটের

কিচ্ছাগুলো তবু নিদ্রা দিত।

মহাকাব্য পুথি পালা বা গীতিকার ভেতরে সেইটা

মনে বড় পেন্দানি দিয়া অমরতা বিরহ।

আজ বৈজ্ঞানিক ব্যাখ্যাটা অন্যরকম

হৃদয়ে নাই ঘরবসতি

মগজের কারখানায় ডোপামিনের এক

রাসায়নিক তেলেসমাতি। উৎপাদন করে প্রেম।

স্বপ্নডানা মেলে তড়িৎ গতিতে মুঠোফোনে

নিমেষেই হাজির সে আজ সবার হাতের মুঠোয়।

পানের পিছকারি ফেলে কবি আজমল কয়

ভাইগনা আকবর... আউলাইয়্যা গেছে মাথা

বগার লাহান প্রেম কেন আসমানে উড়াল দেয়!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close