বাপ্পি সাহা

  ১৫ অক্টোবর, ২০২১

এক চিলতে স্বপ্ন

ওগো মাটির প্রতিমা

ক্ষমা করো মোরে দেবী

ভেবেছিন্ন সোনার প্রতিমা হবে

আমারই পূজার ফুলেতে

কত বিনিদ্র রজনি আমি

সোনার প্রতিমা ভেবে,

অর্ঘ্যরে থালা সাজিয়েছি

দেব তোমারি মন্দিরে।

শরতের বিষণ্ন কির্নর বিকেলে

চেয়ে দেখি,

শুধু ভুলের মালা গেঁথেছি ফুলে

তুমি তো সোনার প্রতিমা নও

রক্তমাংসহীন এক মাটির প্রতিমা।

একদিন সব কিছু লীন হয়ে আসে

পাথর কেঁদে চলে নীরবধি,

মাটির প্রতিমা গলে,

শুধু থেকে যায় মাঠের পরে মাঠ

দিগন্তের অপারে দিগন্ত

আর সোনার প্রতিমা গড়ার

এক চিলতে স্বপ্ন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close