বাবুল আনোয়ার

  ১৫ অক্টোবর, ২০২১

কবিতা

যখন পড়ে না মনে

যখন পড়ে না মনে আমায়

তখন জলে ভাসে বেহুলা দুপুর

দাবদাহে পুড়ে যায় শরীর

শস্যের মাঠ, জলের আধার

যখন পড়ে না মনে আমায়

পেছনে ফেলে মাগুরা, পাগলাপীর

সামনে যেতে যেতে চেনা মুখ

অচেনা আলোয় ফিকে হয়ে যায়

যখন পড়ে না মনে আমায়

তোমার চোখের মতো সন্ধ্যায়

তমোহর জোছনায় পড়ে থাকে

স্পর্শময় বোধের অনন্ত সবুজ

যখন পড়ে না মনে আমায়

কাছে বসে ধীমান অন্ধকারে

মন খারাপের গাড়ি বৃষ্টির মতো

অবিরাম শব্দে কাছে চলে আসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close