জোবায়ের মিলন

  ০৮ অক্টোবর, ২০২১

বৃত্তে-বক্রে শারদীয় রং

আমি ও তুমি জ্যামিতিক কাঁটার নিচে

শরৎসন্ধ্যা

ফালি ফালি মেঘ,

আমাদের সাদা ভোর উড়ে গেছে ডানা মেলে

নীলাদল শুয়ে আছে খড়ের বাসায়

প্যারালাইজড রোগীর মতন অনড়।

শীতেই তুমি ঝরে পড়েছিলে

বলনি শুষ্কতার বলিরেখা কথা।

উপপাদ্যের ডাল বেয়ে ভ্রমণ করেছি, দিনান্তে

কাচধোয়া রোদের পাশে ছেঁড়া পাতা স্তূপ!

কিছু কাঁটায় তুমি রক্তাক্ত

কিছু কাঁটায় আমি

জ্যামিতিক বৃত্তে-বক্রে শারদীয় রং।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close