নুসরাত সুলতানা

  ০৮ অক্টোবর, ২০২১

অন্য শরৎ

তোমার শহরের আকাশেও কি

রুপোর থালার মতো চাঁদ উঠেছে?

আঙিনায় ফুটেছে শিউলি!

মনে পড়ে অনি-

কোনো এক শরতে বেড়াতে এসেছিলে?

এক অদ্ভুত আবদার করে বসলে-

রাত জেগে জোছনা দেখতে হবে তোমার সাথে

তুমি আমার কোলে শুয়ে গান গাইবে আর

আমি চুলে বিলি কেটে দেব।

দরাজ গলায় গাইলে, ওরে নীল দরিয়া...

আমার চোখের জল টপটপ করে

পড়লো তোমার মুখে

অমনি এক লাফে উঠে বসে বল্লে-

এর ভেতর কান্না কোথা হতে এলো?

আমি বললাম জানি না-

তোমাকে ছাড়া আমার জীবন কিভাবে চলবে!

তুমি হো হো করে হেসে বলেছিলে-

ক্যান তোর কি মনে হয় আমি মরে যাব!

তোমাকে ছাড়া আমি নিজেই মরে গেছি।

আজ যখন শিউলি ফোটে, শরতের আকাশের বুক

লেপটে পূর্ণ চাঁদ ওঠে- আমার মৃত্যু যন্ত্রণা হয়।

টেমস নদীর পাড়ে বসে তুমি টের পাও!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close