নাজমা বেগম নাজু

  ২৪ সেপ্টেম্বর, ২০২১

মন ভোলা এই হৃদয় উঠোন

আলপথ-

তুমি চাঁদের ঠিকানা জানো?

তাহলে বলো

টুকে রাখি।

মন ভোলা এই হৃদয় উঠোনে

কোনটা পরাগ স্মৃতি অবেলার,

কোনটা গোলাপ

শীত বিকেলের গল্পকথার সাজ

কিছুই থাকে না মনে।

এই দেখো

ঠিকানাটাও

টুকে রাখতেই ভুলে গেছি।

কাগজ-কলম হাতে

আকাশে শরীর মেলানো

তোমাকেই দেখছি কেবল-

কি যে এক অন্তহীন বিশালতায়

দুরান্তের রাজপথকেও

হার মানিয়েছ তুমি।

সাদা কাগজ তেমনিই হাতে আমার

এতটুকু আঁচড় পড়েনি তাতে।

অনুরোধ করছি তোমাকে

আর একটিবার বলো,

এবারে আর ভুল হবে না।

এই মিনতি রাখ

এক ভুলোমন করজোড়ে

বলছে তোমায় শোনো।

তোমার বুকেই পাপড়ি ঝরায় ডানামেলা চাঁদ।

দুধারে ঘাসের সারি

চিকন ডগায় উঁচু করে রাখে

জোছনালোকিত অহংকারের লাজ।

তুমি দুর্বা ঘাসকে চাঁদের ঠিকানা দিলে,

কি আমার অপরাধ?

এই ভোলা মন চিহ্ন হারাবে যেদিন

যেদিন ঘাস হয়ে পথ পাশে শুয়ে রবো,

তখন না হয়

শায়িত ঘাসেই আবারও-

অপলক ভালোবেসে

চাঁদের চিহ্ন এঁকো,

চাঁদের ঠিকানা রেখো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close