মনসুর হেলাল

  ২৪ সেপ্টেম্বর, ২০২১

সংহার

আকাশটা কি অনেক দূরে

কঠিন পারাপার

নীল পাটাতন বেষ্টনে যার রোরুদ্য সংহার।

দুই দুয়ারি খড়ের চালা কৃষ্ণগহ্বর

আসানসোলে রানীবালার লোপাট সরোবর

বাথান তাহার পরিবৃত ধূম্রায়িত নীলে

আকাশটা কি অনেক দূরে

মন্দ্রিত স্বপ্নিলে?

আকাশটা কি আমার চেয়ে ক্লান্ত কিংবা শ্রান্ত

কোন বেহাতের রুদ্ররোষে মেলছে ঝড়ের পাখা?

কেউ জানে না, কেউ জানে না

যা জানে বিশাখা।

আরো জানে জুঁই

অনেক দিনের ইচ্ছে আমার আকাশটাকে ছুঁই।

আকাশটা কি অনেক দূরে

কঠিন পারাপার

বেভুল রাতে লণ্ডভণ্ড সকৃৎ সংসার!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close