রেজাউদ্দিন স্টালিন

  ২৪ সেপ্টেম্বর, ২০২১

ফিরে যাই মাতৃগর্ভে

একসময় আমি ছিলাম

বাতাসের ঘণ্টাধ্বনি

বাড়ি থেকে বহুদূরে বেজে উঠতাম

দিগন্তের পথে-পথে

শুধু শুনতো স্তব্ধতা

একসময় পাহাড়ের প্রতিধ্বনি ছিলাম

শুধু শুনতো বালুকণা

আর সমুদ্রের নুড়ি

ধীরে ধীরে পরিণত হলাম পাহাড়ে

তারপর এক বিশাল পাথরের বই

বাতাস উল্টে যেত ইতিহাসের পৃষ্ঠা

অভিজ্ঞতা আমাকে তাড়িয়ে নেয়

হয়ে উঠি চারণক্ষেত্রের তুচ্ছ ঘাস

মাড়িয়ে যায় ঘোড়সওয়ার প্রেমিক

কবি আর কত কৃতদাসের দল

ভাবি কেন হলাম না হাঁস অর্ফিয়ুসের

আগামেননের ইগল

কিংবা জীবনানন্দের সন্ধ্যার সুদর্শন

রাজা সোলেমানের পিঁপড়ের হাসি

একসময় নিজেকে বের করি

সময়ের খাপ থেকে- সম্পূর্ণ অচেনা

আর ফিরে যাই মাতৃগর্ভে

আবার জন্ম নেবো বলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close