মিজান আকন্দ

  ০৩ সেপ্টেম্বর, ২০২১

স্বপ্নটাকে বাঁচাব বলে

রীতিনীতির বেড়াজাল এই সমাজ সংসার!

কত স্বপ্ন খুন হয়ে যায় কেউ কি জানে?

আমার বুকের জ্বলদর্চি স্বপ্নটাকে বাঁচাব বলে

তোমায় নিয়ে চলে যাব গহিন বনে।

পাখির মতো বাঁধব বাসা গাছের ডালে

নিঠুর সমাজ লোকচক্ষুর অন্তরালে।

রাতের আকাশ দেখব দুজন মুক্তমনে

জোছনার ভেতর কাটব সাঁতার নির্জনে।

আমরা দুজন হয়ে যাব দুটি পাখি

তোমার পাখনায় আমার পালক মাখামাখি!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close