আলমগীর খোরশেদ

  ০৩ সেপ্টেম্বর, ২০২১

স্বপ্নভঙ্গ

বুকের ভেতর খামচে ধরে

স্বপ্নভঙ্গের ভয়,

আশার পিদিম জ্বলে নিভে

জীবন বৃক্ষ ক্ষয়।

নিজের কাছে হার মেনে

সুখের সূত্র খুঁজি,

আঁধারে ডুবে গিয়ে

আর কিছু না বুঝি।

এক জনমের উত্থান-পতন

জোয়ার ভাটা খেলা,

চোখের জলে হয় যে নদী

কে ভিড়াবে ভেলা।

ভুলে গেছি স্বপ্নবোনা

ভেঙে যায় বলে,

হয়ে গেছি শূন্য মানুষ

পড়েছি গ্যাঁড়াকলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close