নাজমা বেগম নাজু

  ২৭ আগস্ট, ২০২১

শেষ হলো মৃত্যু মিছিলের দিন

কি যে অপরূপা এক বিকেল নেমেছে আজ

মুঠো মুঠো মায়াবী সোনালি আলো

আকাশে ঘাসে নিথর ধুলোয়,

অবাক হয়ে দেখছি-

করোনার চিহ্নমাত্র নেই।

নম্র আলোর অবনত এই বিকেল

কি বলতে চাইছে?

সত্যিই কি রাক্ষুসে এই অতিমারির

যাওয়ার সময় ঘনাল?

তাহলে কি জানব অপলক-

আগামীর নিশুতি প্রহর শেষেই

নিশ্চিহ্ন হবে এই অতিমারি?

হয়তো সেদিন খুব বেশি দূরে নয় আর

হয়তো চেনা জানালার পাশেই আছে

বাসন্তিকা আঁখি পল্লব

অথবা ঝুম শ্রাবণের অস্পষ্টতা হয়ে।

সেদিন হয়তো স্বাগত বছরের

জন্ম মাসের শুভেচ্ছা নিয়ে অম্লান অপেক্ষারত।

সেদিনটাই হয়তো অন্তলীন মেঘদূত হয়ে

আকাশে এনেছে ঘুম নিগুঢ় রাত- শান্তি সুবাসী,

তারপর সূর্যসৌরভের শিশিরকণা হয়ে

বাতাসে মেলেছে ডানা,

মনের অতল বলে দেয়

দিনটা খুব কাছেই।

সোনারঙা এই অস্তবেলার সুর

কাছে এসে গাঢ় স্বরে বলছে সে কথা-

শেষ হলো জীবননাশী মৃত্যুমিছিলের দিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close