মাহবুবুল আলম

  ২০ আগস্ট, ২০২১

কবিতা

রাত্রির কাছে কিছুই চাওয়ার নেই

রাত্রির কাছে আর কিছুই চাওয়ার নেই আমার

যে নিজেই অন্তহীন নির্জনতায় ডুবে থেকে

পথে নামিয়ে দেয় নিশাচর শ্বাপদের হঙ্কার

জোছনাকে গিলে খেতে আনে গ্রহণকাল

সব কোলাহল তাড়িয়ে যে অপছায়ার ছায়ায়

থাকতে ভালোবাসে তার কাছে আমার

আর কিছু চাওয়ার নেই!

তার কাছে আমি কিছু ঘুম চেয়েছিলাম, কিন্তু

শূন্যহাতে ফিরিয়ে দিয়ে, উল্টো নিয়ে এলো

ঘোর অন্ধকার, দিল হাজার রোদন উপহার

এমন করুণা তো তার কাছে চাওয়ার ছিল না

শান্তির সামান্য ঘুমই শুধু চেয়েছিলাম!

তার সেই অবাঞ্ছিত দানের দাবানল ছড়িয়ে

দিল বসুধায়, হাওয়ার সংসার ভাসিয়ে দিল

অথৈ পারাবারে, নাজিম কাকুসহ লক্ষ

প্রাণ কেড়ে নিয়ে গেল অকালে, তার সংহার

ভয়ে পালিয়ে বাঁচতে চায় নগরের অধিবাসীরা

নির্জন গ্রামের নিরীহ চাষিও হাজার উৎকণ্ঠায়

ভয়ের খোঁড়লে কাটায় অষ্টপ্রহর।

তো এমন রাত্রির কাছে কী আর চাওয়ার থাকে!

বরং যত দ্রুত সম্ভব সে সরিয়ে নিক তার ত্রসন

তার কাছে এখন একটিই চাওয়া আমাদের

ফিরিয়ে দিক দিনমণির প্রোজ্জ্বল দ্যুতি, সরিয়ে

নিক উত্রাসের অপদেবতার অপছায়া।

আবার ফিরে আসুক পাখির কূজন,

নদীর কুলকুল ধ্বনি, রূপ-অপরূপ প্রকৃতি

ফিরে আসুক উৎসবমুখর আনন্দ সুদিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close