স. ম. শামসুল আলম

  ০৬ আগস্ট, ২০২১

দুঃখদিন কাঁদে

উননে আগুন জ্বলে নাকি আগুনে উনন

ভাত খাব বলে নিরন্তর বসে থাকা

হাঁড়িতে কি আঁচ লাগে

নাকি আঁচ পোড়ে হাঁড়ির তাড়নে

ভাত খাব বলে নিরন্তর বসে থাকা

বুঝি না কেমন বিজনন

সুড়ঙ্গ শিবিরে বৃথা জীবনযাপন

হাসি নেই গান নেই অনুস্বর মুখ

ভাত খাব বলে নিরন্তর বসে থাকা

দুঃখদিন কাঁদে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close