সোহরাব পাশা

  ৩০ জুলাই, ২০২১

বাউলসন্ধ্যায় নীল প্রজাপতি

কথার তীব্র বসন্ত ফোটে

চোখে

বাউলসন্ধ্যায় খোঁজে নৈঃশব্দ্যের ফুল

দুপুর ফেলে যাওয়া নির্জন

নিভৃতির গন্ধভেজা ছায়া নিঃশ্বাসের

নীল চিঠি

প্রজাপতিগুলো উড়ছে নিদ্রিত ফুলে,

আলোপড়া রাত্রির উদ্যানে

প্রতিশ্রুতির দীর্ঘশ্বাসে স্বপ্নখোঁজে জীর্ণ পাতায়

রঙিন ডানার ভিড়ে,

প্রাণের অশেষ গান বাজে কুয়াশায়

বৃষ্টির গিটারে

কী এক অদ্ভুত বিষাদে পুলকে প্রিয়

রোদ ওঠে

পাখি ওড়ে

নিবিড় বসন্ত ওড়ে

উৎফুল্ল সবুজ বাতাসে আকাশ দেখে

বিহ্বল তানসেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close