মিজান আকন্দ

  ১৬ জুলাই, ২০২১

রুগ্ণ বৃক্ষ

ভালোবাসার জল নেই, শান্তির সুবাতাস নেই,

জ্যোতির্ময় মুক্ত আকাশ নেই,

অনুৎকর্ষের জালে ঘেরা বৃক্ষের মূলে পোকায় ধরেছে

ডালে ডালে, পাতায় পাতায় পোকার আক্রমণ!

স্বার্থপোকা, মিথ্যাপোকা, লোভপোকা

আরো হাজারো পোকায় ছেয়ে গেছে বৃক্ষ!

ক্ষতবিক্ষত বৃক্ষের শরীর, পুড়ে গেছে পাতা!

সজীব কোনো পাতা নেই, নতুন কোনো কুঁড়ি নেই

সুফলের আশা নেই!

বৃক্ষের গায়ে জন্ম নিচ্ছে আগাছা!

এক দিন আগাছায় ছেয়ে যাবে দেশ!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close