স্বপ্নিল দীতিষা

  ১৬ জুলাই, ২০২১

গন্ধ

অ্যাই শোন,

তোমাকে নিয়ে একটা কবিতা লিখেছি

শুনবে তো তুমি?

জানো, গত কদিন ধরে

আমার শরীরের গন্ধের সাথে

তোমার শরীরের

গন্ধ মিশে রয়েছে!

না না, এ কোনো সুঘ্রাণ নয়

এ-যে তার চেয়েও বেশি কিছু

ভেতরের সব লোহিত রক্তকণিকাকে

স্পর্শ করে যায়

এমন কিছু।

আবার কবে আসবে বলো তো তুমি?

গন্ধগুলো প্রায় মলিন হলো বলে...

আচ্ছা বলো তো দেখি তুমি

আমাদের জীবনটা কি অপেক্ষাতেই কেটে যাবে?

নাকি সুঘ্রাণের উচ্চতম কোনো সুবাস হয়ে

বাতাসে ছড়িয়ে থাকবে?

শুধু একটা সন্ধ্যা,

না-হয় কোনো বিকেল

বা কোনো রাত

অথবা কোনো একটা চব্বিশ ঘণ্টা কি হবে না

শুধু তোমার আর আমার!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close