এনাম আনন্দ

  ১৬ জুলাই, ২০২১

গহিনের শোকসংগীত

পাখিদের বিলাপ শুনে ঘুম ভেঙে যায় আমার

চেয়ে দেখি লঙ্কাকা-! কুয়াশার জালে আবদ্ধ

ছাপ্পান্ন হাজার বর্গমাইল।

দিশেহারা হয়ে বারবার মূর্ছা যায় চাতক

কালোকে সাদা করে চন্দ্রলোকে পাড়ি জমায়

বিকিনি পরা করপোরেট জগৎ।

আঁতুড়ঘরের গন্ধ না শুকাতেই

ইতিহাস বেচে দুধ খায় নবজাতক।

মঙ্গলের দোহাই দিয়ে নিশির আঁধারে

বারবনিতাকে বক্ষে টেনে ধ্যানে মজে বান্ডেল।

সবুজ দূর্বাকে চরিত্রহীন তকমা দিয়ে তাহাজ্জুতে মগ্ন

সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা দেবদারু,

হে ঈশ্বর! তুমি কেন মুচকি হাসো?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close