শাফাত শফিক

  ১৬ জুলাই, ২০২১

তোমার ভিত্তির বিস্তার

ও আমার দেশ

তুমিই প্রথম ভালোবাসা

তোমাকে ভালোবেসেই বুঝি ভালোবাসার স্বরূপ

তোমার বুকেই গড়া ভালোবাসার ভিত্তি

তারপর ভালোবাসা মেলেছে পেখম

মেঘের ওপারে গিয়ে সাজিয়েছে রংধনু

রাতের আকাশ রাজ্যে তারার আলোর মেলা

তোমারই মৃত্তিকায় বোনা বীজ

আলো হাওয়ায় মেলে পাখা

তোমার সিঞ্চনে পুষ্ট শেকড়েরা মাথা উঁচু করে

কালদর্শী মহিরুহ আদিগন্ত সুচারু বিন্যাসে

তুমিই জোছনা বৃষ্টি ঝরাও ধরিত্রী শরীরে

তোমারই শাখা পত্র বেয়ে আমি পৌঁছে যাই

চরাচরের সমস্ত সুবর্ণ ভূমিতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close