মৃণাল বসুচৌধুরী

  ০৯ জুলাই, ২০২১

তোমার চিবুক

ভিজেছিল তোমার চিবুক

কদম ফুলের সঙ্গে

ভিজেছিল জন্মদাগ আচ্ছন্ন শরীর

‘আমায় ছুঁয়ো না’ বলে যে দোপাটি

আগুনে সোহাগ নিয়ে একা ভিজেছিল

তার পাশে বসেছিল বৃষ্টিভেজা পাখি

এমন বর্ষার দিনে পাথরপ্রতিমা নয়

প্রকৃত মানবী হয়ে ওঠো

এলোচুলে স্বপ্ন বেঁধে রাখো

ঋতুময়ী নদীর উচ্ছ্বাসে

পরিপূর্ণ ভেজাও নিজেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close