মনসুর হেলাল

  ০৯ জুলাই, ২০২১

খরা ও জলের সন্ধি

বহু দিন বৃষ্টি নেই তোমার উঠোনে

প্রাক্কলিত গাত্রজুড়ে খরার আঁচড়।

ধুলার চাদরে ঢাকা রোদের বসতি

উৎকীর্ণ লাভার মতো নিভাঁজ প্রহর।

চর্চিত ভূমির ফাঁকে ক্ষয়িষ্ণু স্মারক

অঙ্কুরিত বাহুলতা, দীর্ণ তৃণমূল;

প্রবল তৃষায় কাঁপে সমূহ প্রকৃতি

প্রান্তিকের ক্ষতে দগ্ধ দ্রোহের বকুল।

অথচ আমার ঘরে রাশি রাশি মেঘ

নিশঙ্ক ঘুঘুর মতো পালক ছড়ায়

দোল দেয় কুসুমিত সমিল উত্থানে

ঊষর ভূমিতে নীল ঝরনাধারায়।

ব্যবচ্ছেদ শুধু এই অলীক দ্বৈরথে

দিয়েছি বিপুল পাড়ি বিনম্র্র্র্র সপথে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close