শিবলী মোকতাদির

  ০৯ জুলাই, ২০২১

বৃষ্টিবালা

বৃষ্টি পড়ছে, টানা গদ্যে মাঝারি থেকে তীব্রতর!

তোমার মিষ্টিমুখর কু-প্রস্তাবগুলো ড্রেন থেকে ডোবালয়ে

ভেসে গিয়ে জমা হচ্ছে সমুদ্রের নোনাজলে।

সাগরে হাঙর থাকে এই ভয়ে ভ্রমণে বাগড়া দিয়ে

ঘাপটি মেরে বসে আছো বৃষ্টিব্রত শালপাতার ঘরে।

শানিত বিদ্রুপে ঝরে পড়ছে সকল বৃষ্টি সৎ কদমের ডালে।

ওগো প্রস্তাব, মুচকি হেসে বলো তাকে

ভয় নেই, পুরোনো প্যান্টের চেইন টেনে

সে যেন আমার নতুন ছাতার নিচে আসে।

গুঁড়ো গুঁড়ো চুম্বনকণা ছড়িয়ে পড়ুক রাগে ও পরাগে

সৃষ্টি হোক বৃষ্টির বরকতে সেই পদ্য প্লাবিত অক্ষরে!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close