সাইফুল্লাহ মাহমুদ দুলাল

  ০৯ জুলাই, ২০২১

ফ্রিজিং রেইন

অটোয়ার অদ্ভুত বৃষ্টির সাথে পরিচয় ছিল না

আকাশ থেকে তুলোর মতো তুষার পড়ছে,

বিন্দু বিন্দু ঝিরঝির ঝরছে

আইচ রেইন, ফ্রিজিং রেইন; জমাটবাঁধা পিচ্ছিল বৃষ্টি।

স্কটল্যান্ডের স্কচ ছাড়াই টলছে পা, পিছলে যাচ্ছে

আমরা পরস্পরের হাত ধরে আছি অথবা নাচছি হেলেদুলে

শীতকালীন অলিম্পিকে চলছে আইচ স্কেটিং

হাত ফসকে গ্রহচ্যুত হয়ে গেলাম

বারে নয়; তুমি বাসে উঠে

চলে গেলে অন্য ভিন্ন গোলার্ধে।

আমি হুইস্কির জন্য জমাট শিলাবৃষ্টির মতো টুকরো টুকরো বরফ কুড়াই,

আইচ কুড়াতে কুড়াতে মনে পড়ে জুয়েল আইচের কথা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close