নাজমা বেগম নাজু

  ১৮ জুন, ২০২১

নিরন্তর কাব্যকথন

আঁধারের নিঃশব্দ শব্দেরা

রাতের আকাশে আঁকে

নিরন্তর কাব্যকথন।

জাগে নদী, ঢেউয়ের কলস

মাঝবয়েসী বটের শেকড়ে জাগে

কিশোরী ঘাসবন,

অমিত অনুরাগে জেগে থাকে

রুদ্ধ দ্বারের পাঁজর ঘেরা হৃদয়ালয়

অগণিত হৃৎপিণ্ডের লোকালয়,

কবে যেন আঁধার ছুঁয়েছিল

স্বজন ঘরের অবশেষ,

অশেষ নিঃশেষের যাত্রাপথে

সে আঁধার আলো হয়ে

সারারাত জাগে;

যখন আঁধারের নিঃশব্দ শব্দেরা

রাতের আকাশে আঁকে

নিরন্তর কাব্যকথন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close