রাহমান ওয়াহিদ

  ১৮ জুন, ২০২১

অবিন্যস্ত শব্দের ধারাপাত

সৃষ্টির বৃষ্টিতে ভিজিয়েছি ছায়াবৃক্ষের হাত

জোছনাজলে ভরিয়ে দিয়েছি নগ্ন শিকারি রাত

শেষমেশ দেখি শস্যের বীজ ভ্রুণেই বিমলিন।

কলমের জিভে লটকে গ্যাছে শব্দের কারুকাজ

ক্যানভাসে বাজে অবিন্যস্ত শিল্পের পাখোয়াজ

কাব্যের বাঁকে চিত্রকল্প নদীহীন কায়াহীন।

যে তুমি ছিলে অখণ্ড শরীরে ধ্রুপদী কন্যা নারী

প্রেমহীনতার ভিন বিশ্বাসে নিভাঁজ ব্রতচারী

কী করে তবু খণ্ডিত হলে কোন খাণ্ডব ছুরিতে?

অবিনাশী নই, চোরাবালি নই, নই অমিত খনিজ

কতবার যে ফেলে ফেলে দিই নষ্ট নারী ও বীজ

পাঁজরের খোল তবু ভরে ওঠে কোন স্বপ্ন নুড়িতে?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close