নমিতা সরকার

  ১৮ জুন, ২০২১

শূন্যতা

শূন্যতার সীমানাজুড়ে শুধু হাহাকার

ব্যাস ব্যাসার্ধ পরিধিবিহীন এক মনুষ্য জীবন,

কোনো এক অসমাপ্ত রেখার

গতিপথে তবু চলা

সে যেন মেঘাচ্ছন্ন আকাশের

পুঞ্জীভূত অন্ধকারের মর্মচ্ছেদী ধ্বনির বেদনাস্পর্শ,

কাতর রূপরেখা।

যে রেখা দীর্ঘশ্বাসের দিগন্তে বিলীন।

বেদনারা তবু রংধনুর রঙে জলছবি আঁকে,

অজগর জিহ্বার মতো বিদ্যুৎ চমকানো মেঘ

হৃদয়ে গর্জে ওঠে বজ্রধ্বনিতে।

তবু স্বপ্নগুলো

জীবনের ভেতর জীবন আঁকে,

যেমন প্রভাতের শিশিরস্নাত সবুজ ঘাসের বুক

জ্বলে থাকে সূর্য কিরণে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close