প্রণব মজুমদার

  ১৮ জুন, ২০২১

কবিতা

বৃষ্টিকে ভালোবাসি

চলে যাবার তো কথা ছিল না!

কর্কট যন্ত্রণা শেষে তবু চলে গেলে

স্বপ্নেরা আর জাগবে না কখনও

প্রিয়জনের ধিক্কার বঞ্চনায় কেঁপেছে বিনিদ্র রাত

তোমার দৃশ্যন্তরে অনেকের কপাল পুড়ে!

মন খারাপের মুহূর্তে হারিয়ে যেতে চাইতে!

বৃষ্টিস্নাত রাতে একদিন বলেছিল

‘ছুটিতে পাহাড় ও সমুদ্র্র দেখাবে আমায়?

স্বার্থময় জীবদের আর ভালো লাগে না!’

মমতার সংসার জাল ছিন্ন করতে পারনি

বেদনার্ত মন স্বপ্ন সাধের আনন্দে ভরেনি।

বৃষ্টিভেজা রাতে শুয়ে শুয়ে তোমাকে খুঁজি!

স্পর্শ অনুভূতির মতো তোমার কান্নার জল দেখি

অনুভবে ভিজে যায় চোখ, কপোল, হৃদয়ে বিষাদ!

বারিধারায় তোমার আদরমাখা ছোঁয়া খুঁজে পাই।

তোমাকে ভালোবাসি বলেই আমি বৃষ্টিকে ভালোবাসি!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close