জোবায়দা আক্তার জবা

  ১৬ এপ্রিল, ২০২১

মহামারি

আমি একা! নিরেট নিঃশব্দ্যের মতো

জনশূন্য ধূ-ধূ মাঠের অন্ধকারের মতনই

আমি! অবশেষে চোখ বন্ধ করা সময়ের

শ্রেষ্ঠ একাকিত্ব আমাকে ঘিরে

অসাধারণ কোলাহল আর আটকে যাওয়া পৃথিবীর

লোভনীয় সেই মায়া মোহাবিষ্ট করেছিল

দৃঢ় প্রত্যয়ে সর্বনাশকে ভালোবাসার যন্ত্রণা

প্রাচীন রোশনীকে নিঃসঙ্গ রহস্য দেয়

মধ্যরাতের অদৃশ্য শুকতারা আনমনে লিখেছিলাম

পরাজয়ের সেই বেনামি চিঠি

নীলরক্ত সবুজ সুস্থতায় দিয়েছিল প্রলয়

শূন্য চারপাশে দেয়াললিখন

সেই পুরোনো ইতিহাসের পাতায় খুঁজি

ভুল প্রেমের সঠিক পরিণতি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close