হাশিম কিয়াম

  ১৬ এপ্রিল, ২০২১

ফাঁসবিহীন ফাঁস

জীবন হারিয়ে গেলে জীবনের পথে

মৃত্যু আমৃত্যু বয়ে বেড়ায় জীবনের

বোঝা; কালো চাদর মুড়ি দিয়ে কখনো খুঁড়িয়ে হাঁটে

জীবনের পরিত্যক্ত পথে; জীবনের ঘ্রাণ

বুনো কবুতরের মতো উড়ে বেড়ায়

মেঘমুক্ত আকাশের নিচে;

জীবন কি চেয়েছিল জীবন ঘুমঘোরে চোরাবালির

গহিনে ডুবতে? তবে কেন জীবনের ফ্যানায় বসে

কেউ

ঢেউ

তোলে জীবনকে ডোবাতে? তাহলে কি জীবন

খাঁচাবন্দি হয়েই এসেছিল অর্থহীন জীবনের আকাশে

উড়তে? নাকি আটকা পড়েছে ফাঁসবিহীন ফাঁসে?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close