মাহফুজুর রহমান সৌরভ

  ০৯ এপ্রিল, ২০২১

জলপ্রার্থনা

কোনো এক চৈতালি দুপুরে অনিঃশেষ আকাক্সক্ষায়

অভুক্ত চাতকিনী রংধনু আঁকে

জীবন-মৃত্যুর পিয়াসি ঠোঁটে সরোবর বৃষ্টির জল

ব্যথিত মগ্নশরীর স্বপ্নকমল চোখে

ফেরারি দীর্ঘশ্বাস নিয়ে উড়ে যায়

কাঠফাটা রোদ্রের ভাঁজে ভাঁজে...

ছায়াঘন অরণ্য ছন্দে মোহিনী সলজ্জ মুখ

বিহঙ্গের রক্তাক্ত পালক উড়ে

উষ্ণতার সবুজ আশ্রমে

একফোঁটা লিরিক জলে বুনো ঘ্রাণ মহুয়ার মুখচ্ছবি;

এই নিকানো চত্বরে বৃষ্টির কমল মোহনায়

তৃষিত হয় স্বপ্নছোঁয়া

স্বাদের বিন্দুজল নিখুঁত অনবদ্য

নৈরাঞ্জনা তৃষ্ণার ঘাটে

শাশ্বত নীল ঠোঁটে চতুর মেঘ এসে ধরা দেয়

প্রণয়াবদ্ধ আকাশ গলে পড়ে জলের ফোয়ারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close