মিজান আকন্দ

  ২২ জানুয়ারি, ২০২১

কাজল পরা চোখ

তোমার কাজল পরা চোখ দেখে মনে হয়

তুমি যেন এক মায়াময়ী গ্রাম!

তোমার আঙিনায় গাছে গাছে পাখিদের কলকাকলি,

ইচ্ছে করে কোকিল হয়ে কৃষ্ণচূড়ার ডালে বসে কুহুকুহু গান করি।

ফুলে ফুলে শোভিত তোমার বাগান

ইচ্ছে করে মৌমাছি হয়ে ফুলের মধু পান করি,

গাঁয়ের একপাশে সবুজ মাঠ

দখিনা বাতাস এসে সবুজ পাতায় দোল দিয়ে যায়

ইচ্ছে করে সবুজের মধ্যে মিশে যাই,

গাঁয়ের অন্যপাশে ছোট্ট নদী

নদীতে স্বচ্ছ জল করে টলমল

নদীর জলে সাঁতার কাটতে ভীষণ ইচ্ছে করে আমার।

তোমার কাজল পরা চোখের তীব্র আকর্ষণে

আমি ব্যাকুল হয়ে যাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close