আমিনুল ইসলাম সেলিম

  ২২ জানুয়ারি, ২০২১

বিরহবসতি

তুমিও আমাকে চাও, আমি চাই তোমাকে যেমন

তীব্র হাওয়ার স্রোতে উড়ি দুই প্রতিবেশী পাখি

দেখা হলে চোখ পোড়ে, জ্বলে ওঠে সবুজে আগুন

অদেখায় প্রাণহীন, অদেখায় বিরান দুপুর

তোমার ওষ্ঠ কাঁপে, মাছির পাখার মতো দ্রুত

আমার বাসনা নীল, তোমাকে ছোঁয়ার অপরাধে

তবু অভিমান আসে, ইঁদুরের মতো চুপিচুপি

তুমি চাও আমি চাই, তবু কেন বিরহবসতি!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close