মাহফুজ রিপন

  ২২ জানুয়ারি, ২০২১

শীত বুড়ি

বুড়ি কেউ তোমাকে উৎসব ভাবে কেউ বলে মৃত্যু

তুমি আমার শুষ্ক ঠোঁটের হালকা কুয়াশা ভেজলিন।

গমখেতের ভূত, খেজুরের রসের সিন্নি, নগণ্য বৃষ্টি

হলদে গাঁদা, অশোক, সরষেখেতের হিমেল পসরা।

তুমি দিনের তুলনায় দীর্ঘ আমার কাপাসের কোলবালিশ

হিমালয়ের চূড়া থেকে তোমার আগমন সোনালি আভায়।

বিবর্ণ হলুদ পাতা খসে পড়ে পথের ধুলোয়, শোন শীত বুড়ি

সিল্কের উষ্ণ শেরওয়ানি পরে রোজ তোমার অপেক্ষায় থাকি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close