বজলুর রশীদ

  ১৫ জানুয়ারি, ২০২১

উচ্ছ্বাসে জীবননদী

তুমি বরং রাতের সমষ্টিকে বুঝতে শেখ

বুঝতে শেখ চোখের কম্পাস

জেগে থাকে স্বপ্নের ঘোরে রচিত বসবাস।

তাহলেই বুঝবে স্বপ্ন কারো প্রেরণা দেয়

না পাওয়ার মানুষ কাছে আসে

অবিচল বিশ্বাসে যখন ঘুমে পরিশ্রম পুরে।

অতঃপর; দ্বীপের ঢেউয়ে সূর্য উঠবে

উচ্ছ্বাসে জীবননদী অনন্তকাল

ভেসে যাবে বিগত সব দীর্ঘশ্বাস...

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close