reporterঅনলাইন ডেস্ক
  ১৬ অক্টোবর, ২০২০

এক্রেলিক প্যাস্টেলে চাঁদমুখো নারী

গাফফার মাহমুদ

রাতের সজীবতায় পাঠ করি

জোনাক পোকার টিপটিপে আলো

দূর বনে ডাহুকের ডাক

চাঁদমুখ আলো বিকিরণ

তোমার মুখশ্রী ঝিলিক রঙা চুল

শারদীয় মৃদু বাতাস, শেফালি ফুল

এক্রেলিক প্যাস্টেলে যেন চিত্রাঙ্গদা

তুমি হাসলেই শাদা শাদা দাঁত

জোছনার আভায় দ্যুতি তোলে মুখ

সুদর্শন প্রেয়সী, ও চাঁদমুখো নারী

রাতের সজীবতায় তুমি অপরূপা

এ বুকে গেঁথে রাখি পিলসুজ বাতি

চাঁদমুখো কথা যেন জোছনার ভাষা

কী এক নিবীষ্টতায় কাছে টানে মন

রাতের সজীবতায় খুঁজি জোছনা মুখ

এ বুকে আলোকময় মুখশ্রী নারী

প্রতি শারদ প্রাতে গাই ‘ও চাঁদ ও চাঁদ’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close