reporterঅনলাইন ডেস্ক
  ১৬ অক্টোবর, ২০২০

কালো নদী মোহনা

রাহমান ওয়াহিদ

আমার গন্তব্যগুলো বড় উল্টোমুখী।

চানখাঁরপুল যেতে চাইলে চলে আসি

দক্ষিণখানে। হিজলের ছায়া ছেড়ে

নীলখাম রোদে এলে

বেভুল জোছনাটা টেনে তোলে বাবুই ঘরে।

ধুলোয় লেপ্টে থাকা হৃদচিহ্ন চিরকুটে

কার যেন চোখজলে অস্ফুট লেখা

আমারই নাম-ধাম ধবল ঠিকানা

কোথা সে?

বিভ্রমে দেখি তার কালো নদী মোহনা।

ভুল পায়ে হেঁটে হেঁটে

কত আর এদিক-সেদিক?

না থাকুক শয্যা কুসুম খোলাপ্রেম বাহুডোর

যাব আমি ছিন্নপাতায় ঘেরা তালপাখা ঘরে

কতকাল ফিরিনি হায়, কতকাল কতকাল ধরে...।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close