reporterঅনলাইন ডেস্ক
  ২৫ সেপ্টেম্বর, ২০২০

সেলাইবিহীন ফুটোপকেট

মাহফুজুর রহমান সৌরভ

বুক পকেটের ফুটো দিয়ে

অবশেষে ভোরের আলোটুকু বেরিয়ে গেল

জাগতিক প্ররোচনায় একটা অলীক

মায়াজালে ডুবে আছি।

কুমারী জোছনার মতো মার্বেল চোখে

সংশয়ী দুরূহ দূরত্বে ভাসে...

বিষাদের সমুদ্র নহর

অথচ ঝুলে আছি ব্যাবিলনের

ঘন্টির মতো যুগ যুগ ধরে

যাপনের আর্তচিৎকার কেউ বুঝতে চায়নি

জীবনের মর্মার্থ :

আমি জেনেও বুকপকেট সেলাই করি না

কারণ এখানে সাম্যবাদের লাগাম টেনে

উলঙ্গ আয়োজন হয়

আমার বিদেহী স্বপ্ন ভেসে যায়

লখিন্দরের ভেলায় নির্বাসিতা নদীর

দুরাচারী সূর্য ডুবে যাওয়া দ্বীপে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close