reporterঅনলাইন ডেস্ক
  ২৫ সেপ্টেম্বর, ২০২০

কবিতাকুমারী

আলমগীর রেজা চৌধুরী

৪.

অরুন্ধতীর চিরকুট,

সময় আমাকে তোমার কাছে নিয়ে যাবে

করোনাকালে নির্বাসন যাপন করি।

জানালা দিয়ে আকাশ দেখি,

প্রিয় হরিয়ালের দঙ্গল উজানে যায়

শরীর বেয়ে পিঁপড়ের দল উঠে আসে।

বিরহকালে দহন থাকতে হয়

আমার এবং পৃথিবীর এখন দহনকাল।

৫.

দানব সেজেছিল, লাভ কী?

কেরানিবাবুর প্রাত্যহিক জীবন

তোমাকে জড়িয়ে ধরে

অনুজ্জ্বল সাধারণ জোছনায়।

প্রজনন পৃথিবীর কীট-দানবমানব;

পিঁপড়ের মতো ভুবনের সহোদর

তুমি শুধু এক জনমের অতন্দ্রিলা,

উদগ্র ধরণির।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close