reporterঅনলাইন ডেস্ক
  ২৮ আগস্ট, ২০২০

জোবায়দা আক্তার জবা

প্রত্যাশা

আমি কি তোমার প্রেম

নাকি প্রত্যাশা

নাকি প্রাক্তন নাকি ভালোবাসা?

নাকি ওই ভোরের আলোয়

জেগে ওঠা এক বিন্দু শিশিরের ফোটা

যা বিকেলের রক্তিম আভা ছুঁঁতে পারে না

তোমার মৃদুস্পর্শ নিয়েই যার অস্তিত্ব বিলীন হয়।

একবার এক সকালে মেতে উঠেছিল

তোমাকে পাওয়ার অপ্রত্যাশিত আনন্দে

বিস্তৃত হৃদয় ভূমিতে বপন করেছিল

অপ্রাপ্ত সুখের আবাসন!

গোধূলীর রূপের ছটায় হয়নিকো বাসর

আদিম স্বপ্ন ঝরে যাচ্ছে নিরন্তর।

তবুও তুমি অস্পষ্ট সুখ, অস্পৃশ্য চাওয়া

অসমাপ্ত কাব্যমালা হয়ে সেজে ওঠো;

আমার অনাকাক্সিক্ষত সময়ের সাঁঝবেলা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close