reporterঅনলাইন ডেস্ক
  ২৮ আগস্ট, ২০২০

সবুজ আহমেদ

দেখো আকাশ জমিনের ফারাক

হে বৈরী আবহাওয়া কিছুটা পূর্বাবাস দিও

নাফরমান এখনো খুঁজে পূণ্যময়ী কোথায় প্রভু?

চেয়ে দেখো খুঁটিহীন সপ্তসোপান, বিচ্ছুরিত আলো

স্নিগ্ধ ঘাসের ওপর পড়ে শিশির জোছনা প্লাবন;

দিনে নির্বাসিত রাতে যথারীতি আলো দেয় জোনাক

সূর্য কি চোখে পড়ে লাল হয়ে উঠে আকাশজুড়ে

দিন ফুরালে গোধূলিলগ্নে চুপিসারে হাজির হয় চাঁদ

শীতে কুয়াশা বিছায় মায়াজাল তৈরি করে মেঠোপথ

অবিশ্বাসী অন্তর্দৃষ্টি দিয়ে দেখো আকাশ জমিনের ফারাক

কার ইশারায় সময় সাইরেন বাজিয়ে বাতাসের বেগে চলে

আস্ফালন নদী-গাঙ ছোটে মোহনার খোঁজে বয়ে স্রোতধার

পাপের পোটলা; কিছু ফুলে ঘ্রাণ, কিছু কেন গন্ধহীন খবর রাখো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close