reporterঅনলাইন ডেস্ক
  ২৮ আগস্ট, ২০২০

তন্ময় আলমগীর

সাঁকো

চোখ বন্ধ করো, ধ্যান নাও

ধ্যান করে দেখো তুমিÑ বিধ্বস্ত পথ

পাশে কলকল পানি, ভাসমান শাপলা শালুক

চুলে বাতাসের লিকলিকে ছোঁয়া

তুমুল জোয়ারে কানে কানে বিলি হয় নিঃসঙ্গ সংলাপ।

ধ্যান ভেঙো না, আরো মজো

শুঁকে নাও গোবর পোড়ার বিভোর গন্ধ

পচা পাটগাছের মাতাল সুবাস, দেখো ভালোবাসার

থাবা পেতে বসে আছে কাদামাটি মানুষ।

ধ্যানে-বাস্তবে এসবে তুমি অস্থির হও

এসব অস্থিরতাই তোমার স্বস্তির সাঁকো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close